জরায়ু নিচে নেমে যাওয়ার কারণ ও লক্ষণ সমূহ জেনে নিন

জরায়ু নিচে নেমে যাওয়ার কারণ ও লক্ষণ সমূহ জেনে নিন

মেয়েদের জীবনকালের কোন না কোন সময় , নিজের বা কাছের কারো জরায়ু নিচে নেমে যাওয়া (uterine prolapse) খুবই স্বাভাবিক একটি ঘটনা। জেনে নিন প্রতিকারের উপায় ও করনীয় । একটু সচেতন থাকলেই নিজের,ভকাছের বান্ধবীদের পরামর্শ দিয়ে সাহায্য করে ফেলতে পারবেন।

cervix-2

 

জরায়ু পেলভিসে আটকে থাকে ( পেটের নিচের দিকের অংশে ) কিছু মাংস, লিগামেন্ট এবং অন্যান্য কিছু সাপোর্ট দিয়ে। জন্মগত ও জন্মের পরের কিছু কারণে এই মাংস ঝুলে যেতে পারে। বয়সের সাথে স্বাভাবিক ভাবেই ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি হতে থাকে। তখন অনেক মহিলার জরায়ু মুখ যোনির দিকে নেমে আসে। যার ফলে প্রলাপ্স হয়।

Continue reading “জরায়ু নিচে নেমে যাওয়ার কারণ ও লক্ষণ সমূহ জেনে নিন”